এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মরণস্বপ্ন চন্দ্র শার্ণতর হয়ে লুপ্ত হয়ে আসে ; কলধ্বনি ক্ষীণ হয়ে’ মোন হয়ে আসে ; প্রেত-নয়নের মত নিৰ্ণিমেষ তারা যত সবে মিলে মোর পানে চায় ; এক। আমি জনপ্রাণী অখণ্ড আকাশে । চির যুগরাত্রি ধরে শতকোটি তারা পরে পরে নিবে গেল গগন মাঝার ; প্রাণপণে চক্ষু চাহি, আঁখিতে আলোক নাহি ; বিধিতে পারে না তা খিতারা তুষারকঠিন মৃত্যুহিম অন্ধকার । অসাড় বিহঙ্গ-পাখ পড়িল বুলিয়া, লুটায়ে সুদীর্ঘ গ্রীবা নামিল মরাল ; ধরিয়া অযুত অব্দ হুহু পতনের শব্দ কর্ণরন্ধে উঠে আকুলিয়া ; দ্বিধা হয়ে’ ভেঙে যায় নিশীথ করাল । সহসা এ জীবনের সমুদয় স্মৃতি ক্ষণেক জাগ্রত হয়ে’, নিমেষে চকিতে আমারে ছাড়িয়ে দূরে পড়ে গেল ভেঙে চুরে ; পিছে পিছে আমি ধাই নিতি ; একটি কণাও আর পাই না লখিতে। ૨૨ જે