পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুহুধবনি প্রখর মধ্যাহ তাপে প্রান্তর ব্যাপিয়া কাপে বীপশিখা অনল-শ্বসন । অন্বেষিয়া দশ দিশা যেন ধরণীর তৃষা মেলিয়াছে লেলিহা রসন । ছায়া মেলি সারি সারি স্তব্ধ আছে তিন চারি সিক্স গাছ পাণ্ডু-কিশলয়, নিম্ববৃক্ষ ঘনশাখা গুচ্ছ গুচ্ছ পুষ্পে ঢাকা, অামবন তাম ফলময় । গোলক চাপার ফুলে গন্ধের হিল্লোল তুলে, বন হ’তে তাসে বাতায়নে, ঝাউগাছ ছায়াহীন নিঃশ্বসিছে উদাসীন শূন্ত্যে চাক্তি’ আপনার মনে । দূরান্ত প্রান্তর শুধু তপনে করিছে ধু ধু, বাকী পথ শুস্ক তপ্তকায় ; তারি প্রান্তে উপবন, মৃত্যুমন্দ সমীরণ, ফুল গন্ধ, শ্যামস্নিগ্ধ ছায়া । ছায়ায় কুটারখানা দুধারে বিছায়ে ডানা পক্ষীসম করিছে বিরাজ ; SSD:R