পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুহুধ্বনি তারি তলে সবে মিলি’, চলিতেছে নিরিবিলি সুখে দুঃখে দিবসের কাজ । কোথা হ’তে নিদ্রাহান রৌদ্রদগ্ধ দীর্ঘ দিন কোকিল গাহিছে কুহুস্বরে। সেই পুরাতন তান প্রকৃতির মৰ্ম্ম গান পশিতেছে মানবের ঘরে । বসি’ আঙিনার কোণে গম ভাঙে দুই বোনে, গান গাতে শ্রান্তি নাহি মানি’ ; বাধা কৃপ, তরুতল, বালিকা তুলিছে জল খরতাপে স্নান মুখখানি। দুরে নদী, মাঝে চর, বসিয়া মাচার পর শস্তক্ষেত আগলিছে চাৰী ; রাখালশিশুরা জুটে নাচে গায় খেলে ছুটে ; দূরে তরী চলিয়াছে ভাসি’। কত কাজ কত খেলা, কত মানবের মেলা, সুখ দুঃখ ভাবনা অশেষ, তারি মাঝে কুহুস্বর একতান সকাতর কোথা হ’তে লভিছে প্রবেশ । নিখিল করিছে মগ্ন জড়িত মিশ্রিত ভগ্ন