এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানসী পড়িতেছে তারি পর পরিপূর্ণ স্বধাস্বর পরিস্ফুট পুষ্পটির মত। এত কাণ্ড, এত গোল, বিচিত্র এ কলরোল সংসারের আবর্ত-বিভ্রমে, তবু সেই চিরকাল অরণ্যের অন্তরাল কুহুধবনি ধ্বনিছে পঞ্চমে । যেন কে বসিয়া আছে বিশ্বের বক্ষের কাছে যেন কোন সরলা সুন্দরী, যেন সেই রূপবতা সঙ্গীতের সরস্বতী সন্মোহন বীণা করে ধরি’ । সুকুমার কর্ণে তার ব্যথা দেয় অনিবার গণ্ডগোল দিবসে নিশীথে ; জটিল সে ঝ ঞ্চনায় বাধিয়া তুলিতে চায় সৌন্দর্ঘ্যের সরল সঙ্গীতে । তাই ওই চিরদিন ধ্বনিতেছে শ্রান্তিহীন কুহুতান, করিছে কাতর ; সঙ্গীতের ব্যথা বাজে, মিশিয়াছে তা’র মাঝে করুণার অনুনয় স্বর । কেহ বসে’ গৃহ মাঝে, কেহ বা চলেছে কাজে, কেহ শোনে, কেহ নাহি শোনে,