পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুহুধ্বনি তবুও সে কি মায়ায় ওই ধ্বনি থেকে যায় বিশ্বব্যাপা মানবের মনে । তবু যুগযুগান্তর মানবজীবনস্তর ওই গানে আর্দ্র হয়ে আসে ; কত কোটি কুহুতান মিশায়েছে নিজ প্রাণ জীবের জীবন-ইতিহাসে । সুখে দুঃখে উৎসবে গান উঠে কলরবে বিরল গ্রামের মাঝখানে, তারি সাথে স্তধাস্বরে মিশে ভালবাসাভরে পার্থীগানে মানবের গানে । কোজাগর পূর্ণিমায় শিশু শূন্যে হেসে চায়, ঘিরে হাসে জনকজননী, সুদুর বনান্ত হ’তে দক্ষিণ সমীর-স্রোতে ভেসে আসে কুহু কুহুধবনি । প্রচ্ছায় তমসা তীরে শিশু কুশলব ফিরে, সীতা হেরে বিষাদে হরিষে, ঘন সহকারশাখে মাঝে মাঝে পিক ডাকে কুম্ভতানে করুণা বরিষে । লতাকুঞ্জে তপোবনে বিজনে দুষ্মন্তসনে শকুন্তলা লাজে থরথর, তখন সে কুহু ভাষা রমণীর ভালবাসা করেছিল সুমধুরতর। こ○○