মানসী হাত করে নিশপিশ, মাঝে রেখে পোস্টাপিশ ছাড় শুধু দশ বিশ শব্দভেদী ফাকি । বিষম উৎপাণ্ড এ কি ! হায় নারদের টেকি ! শেষকালে এযে দেখি ঝগড়ার মত ! মেলা কথা হ’ল জমা, (***To fo comma, আমার স্বভাব ক্ষমা, নিদিববাদ ব্রত। কেদারার পরে চাপি’ ভাবি শুধু ফিলজাফি, নিতান্তই চুপিচাপি মাটির মানুষ । লেখা ত লিখেছি ঢের, এখন পেয়েছি টের সে কেবল কাগজের রঙিন ফানুষ । আঁধারের কুলে কুলে ক্ষীণশিখা মরে ছলে, পথিকেরা মুখ তুলে চেয়ে দেখে তাই । নকল-নক্ষত্র হায় ধ্রুবতারা পানে ধায়, ফিরে আসে এ ধরায় একরত্তি ছাই । সবারে সাজে না ভালো,— হৃদয়ে স্বগের আলো আছে যার, সেই ভালো আকাশের ভালে ; মাটির প্রদীপ যার নিভে-নিভে বারবার, সে দীপ জুলুক তা’র গৃহের আড়ালে ! যারা আছে কাছাকাছি তাহাদের নিয়ে আছি, শুধু ভালবেসে বাচি বাচি যত কাল । আশ কভু নাহি মেটে ভূতের বেগার খেটে, কাগজে তাঁচড় কেটে সকাল বিকাল । ご○b"
পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।