এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানসী বৃষ্ট্রি-ঘেরা চারিধার, ঘনশ্যাম অন্ধকার, ঝুপ ঝুপ শব্দ, আর ঝরঝর পাতা । থেকে থেকে ক্ষণে ক্ষণে গুরু গুরু গরজনে মেঘদূত পড়ে মনে আষাঢ়ের গাথা । পড়ে মনে বরিষার বৃন্দাবন অভিসার, একাকিনী রাধিকার চকিত চরণ শু্যামল তমালতল, নীল যমুনার জল, আর, দুটি ছল ছল নলিন নয়ন। এ ভরা বাদর দিনে কে বাচিবে শ্যাম বিনে, কাননের পথ চিনে মন যেতে চায় । বিজন যমুনাকূলে বিকশিত নাপমূলে কাদিয়া পরাণ বুলে বিরহ ব্যথায় । দোহাই কল্পনা তোর, ছিন্ন কর মায়া-ডোর, কবিতায় তার মোর নাই কোনে দাবা ; বিরহ, কুল, আর বৃন্দাবন স্ত,পাকার সেগুলো চাপাই কার স্বন্ধে, তাই ভাবি ! এখন ঘরের ছেলে বাচি ঘরে ফিরে গেলে, দুদণ্ড সময় পেলে নাবার খাবার । কলম হাকিয়ে ফেরা সকল রোগের সেরা, তাই কবি মানুষেরা অস্থিচৰ্ম্মসার । میانه
- 8. o
r l