পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিন্ধুতরঙ্গ যেনরে পৃথিবী ফেলি’ বাস্তকি করিছে কেলি সহস্ৰেক ফণা মেলি’, আছাড়ি’ লাঙ্গুল । যেনরে তরল নিশি টলমলি দশদিশি উঠিছে নড়িয়া,— আপন নিদ্রার জাল ফেলিছে চিড়িয়া । নাই সুর, নাই ছন্দ, অর্থহীন, নিরানন্দ জড়ের নৰ্ত্তন । সহস্র জীবনে বেঁচে ওই কি উঠিছে নেচে প্রকা ণ্ড মরণ ? জল বাপ বজ বায়ু লভিয়াছে অন্ধ আয়ু, নুতন জীবনস্নায়ু টানিছে হতাশে, দিগ্বিদিক নাহি জানে, বাধা বিঘ্ন নাহি মানে ছুটেছে প্রলয়পানে আপনারি ত্রাসে । হের, মাঝখানে তারি আটশত নরনারী বাহু বাধি’ বুকে, প্রাণে আঁকড়িয়া প্রাণ চাহিয়া সম্মুখে । তরণী ধরিয়া ঝাকে রাক্ষসী ঝটিকা তাকে “দাও, দাও, দাও !” সিন্ধু ফেনোচ্ছল ছলে কোটি উদ্ধকরে বলে “দাও, দাও, দাও!” ૨8 ૭)