পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী বিলম্ব দেখিলে রোষে ফেনায়ে ফেনয়ে ফোসে, নীল মৃত্যু মহাক্রোশে শ্বেত হয়ে উঠে । ক্ষুদ্র তরী গুরুভার সহিতে পারে না তার লৌহবক্ষ ওই তার যায় বুঝি টুটে ! অধ উদ্ধ এক হয়ে' ক্ষুদ্র এ খেলন। লয়ে” খেলিবারে চায় । দাড়াইয়া কর্ণধার তরীর মাথায় । নরনারা কম্পমান ডাকিতেছে—ভগবান, তায় ভগবান ! দয়া কর, দয়। কর,— উঠিছে কাতর স্বর,—— রাখ রাখ প্রাণ — কোথা সেই পুরাতন রবি শশী তারাগণ, কোথা আপনার ধন ধরণীর কোল । অাজন্মের স্নেহসার কোথা সেই ঘরদ্বার, পিশাচী এ বিমাতার হিংস্ৰ উতরোল ! যে দিকে ফিরিয়া চাই পরিচিত কিছু নাই, নাই আপনার ; সহস্র করাল মুখ সহস্ৰ আকার । ফেটেছে তরণীতল, সবেগে উঠিছে জল সিন্ধু মেলে গ্রাস ।

  • 88