পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এমন জড়ের কোলে কেমনে নিৰ্ভয়ে দোলে নিখিল মানব ! সব সুখ সব আশ কেন নাহি করে গ্রাস মরণ দানব ? ওই যে জন্মের তরে জননী ব্যাপায়ে পড়ে কেন লাধে বক্ষপরে সন্তান তাপন ? মরণের মুখে ধায়, সেথ ও দিবে না তায় কাড়িয়) রাখিতে চায় হৃদয়ের ধন । আকাশেতে পারাবারে দাড়ায়েছে এক ধারে এক ধারে নারী, দুৰ্ব্বল শিশুটি তা’র কে লক্টলে কাড়ি ? এ বল কোথায় পেলে, আপন কোলের ছেলে এত করে” টানে : এ নিষ্ঠুর জড়-স্রোতে প্রেম এল কোথা হ’তে মানবের প্রাণে ? নৈরাশ্য কভু না জানে, বিপত্তি কিছু না মানে, অপুর্বল তামুত পানে অনন্ত নবান এমন মায়ের প্রাণ যে বিশ্বের কোনখান তিলেক পেয়েছে স্তান সে কি মাতঙ্গান ? এ প্রলয়মাঝখানে অবলা জননাপ্রাণে স্নেহ মৃত্যুঞ্জয়ী ; এ স্নেহ জাগায়ে রাখে কোন স্নেহময়ী ? ミ3\じ