পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল তাদের হৃদয়ব্যথা তাদের মরণ-গাথা কে গাইছে একত্র করিয়া । পরস্পর পরস্পরে ডাকিতেছে নাম ধরে’ কেহ তাহ শুনিতে না পায় । কাছে আসে, বসে পাশে, তবুও কথা না ভাষে অশ্রজলে ফিরে ফিরে যায়। চায় তবু নাহি পায় অবশেষে নাহি চায়, অবশেষে নাহি গায় গান, ধীরে ধীরে শূন্ত হিয়া বনের ছায়ায় গিয়া মুছে আসে সজল নয়ান । Y 8