এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শ্রাবণের পত্র বন্ধু হে, পরিপূর্ণ বরষায় আছি তব ভরসায়, কাজ কৰ্ম্ম কর সায়, এস চট্পট্ ! শামলা আঁটিয়া নিত্য তুমি কর ডেপুটিত্ব, এক পড়ে মোর চিত্ত করে ছট্ফট্ ! যখন যা সাজে ভাই তখন করিলে তাই, কালাকাল মানা নাই কলির বিচার ! শ্রাবণে ডেপুটি-পনা এ ত কৰ্ভু নয় সনা তন প্রথা, এ যে তানা-সঙ্গি অনাচার ! ছুটি লয়ে’ কোনোমতে, পেট্রিমাণ্টো তুলি রথে, সেজে গুজে রেলপথে কর তাভিসার ! লয়ে’ দাড়ি, লয়ে’ হাসি, অবতীর্ণ হও আসি, রুধিয়া জানালা শাসি বসি একবার । বজ্ররবে সচকিৎ কঁাপিবে গৃহের ভিৎ, পথে শুনি কদাচিৎ চক্র খড়খড় । হারেরে ইংরাজ-রাজ, এ সাধে হানিলি বাজ, শুধু কাজ—শুধু কাজ, শুধু ধড়, ফড, ! আমলা-শামলা-স্রোতে ভাসাইলি এ ভারতে, যেন নেই ত্ৰিজগতে হাসি গল্প গান ! ミ8b"