এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
হদদয়ের ধন কাছে যাই, ধরি হাত, বুকে লক্ট টানি’,— তাতার সৌন্দর্য লয়ে আনন্দে মাখিয়া পূর্ণ করিবারে চাহি মোর দেহখানি, আঁখিতলে বাহুপাশে কাড়িয়া রাখিয় । অধরের হাসি ল’ব করিয়া চুম্বন, নয়নের দৃষ্টি ল'ব নয়নে আঁকিয়া, কোমল পরশখনি করিয়া বসন রাখিব দিবসনিশি সলনাস ঢাকিয়া ! নাই—নাই—কিছু নাই—শুধু অন্বেষণ ! নীলিমা লক্টতে চাই তা ‘কাশ চাকিয়া ! কাছে গেলে রূপ কোথা কবে পলায়ন, দেহ শুধু হাতে আসে—শ্রান্ত করে তিয়া । খ ফিরে যাই গেহে, ১৮ই আগ্রহায়ণ, ১৮৮৭ । ミ?ー