পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিভৃত আশ্রম সন্ধ্যায় একেলা বসি’ বিজন ভবনে, অনুপম জ্যোতিৰ্ম্ময়া মাধুরী-মৃরতি স্থাপন করিব সত্যুে হৃদয়-তাসনে । প্রেমের প্রদীপ লয়ে’ করিব তারতি । রাখিয়া দুয়ার রুধি’ আপনার মনে, তাহার আলোকে র’ব আপন ছায়ায়, পাছে কেহ কুতূহলে কৌতুকনয়নে হৃদয়-ছয়ারে এসে দেখে’ হেসে যায় । ভ্রমর যেমন থাকে কমল-শয়নে, সৌরভ-সদনে, কারো পথ নাহি চায়, পদশব্দ নাহি গণে, কথা নাহি শোনে, তেমনি হইব মগ্ন পবিত্র মায়ায় । লোকালয় মাঝে থাকি র’ব তপোবনে, একেলা থেকেও তবু রব সাগীসনে । ১৮ই আগ্রহায়ণ, ১৮৮৭ ।