এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ক্ষণিক বিরহ-অবসানে নিবিড় মিলন-ব্যাকুলত । মাঝে মাঝে সব ফেলি” রহিতে নয়ন মেলি’ আঁখিতে শুনিতে যেন হৃদয়ের কথা । কোনো কথা না রহিলে তবু শুধাইতে নিকটে আসিয়া । নারবে চরণ ফেলে চপি-চুপি কাছে এলে আজ তুমি দেখে ও দেখ না, সব কথা শুনিতে না পা ও ! কাছে আস’ আশা করে’ আছি সারাদিন ধরে, আনমনে পাশ দিয়ে তুমি চলে যাও দীপ জেলে দীর্ঘ ছায়া লয়ে” বসে’ তাছি সন্ধ্যায় ক’জনা, হয় ত বা কাছে এস, হয় ত বা দুরে বস.’ সে সকলি ইচ্ছাহান দৈবের ঘটনা ।