পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এখন হয়েছে বহু কাজ, সতত রয়েছ অন্তমনে ; সৰ্ববত্র ছিলাম আমি, এখন এসেছি নামি” হৃদয়ের প্রান্তদেশে, ক্ষুদ্র গুহকোণে । a. দিয়েছিলে হৃদয় যখন, পেয়ে ছিলে প্রাণমন দেহ, আজ সে হৃদয় নাই, যতই সোহাগ পাই 25. صدسة * o છધુ 丁ラ ই অবিশ্বাস, বিষাদ, সন্দেহ । জীবনের বসন্তে যাহারে ভালবেসেছিলে একদিন, ছায় হায় কি কুগ্ৰহ, তাজ তারে অনুগ্রহ ! মিষ্ট কথা দিবে তা’রে গুটি দুই তিন ! অপবিত্র ও কর-পরশ সঙ্গে ওর হৃদয় নহিলে ! মনে কি করেছ, বঁধু, ও হাসি এতই মধু প্রেম না দিলেও চলে শুধু হাসি দিলে । & ¢ ግ