এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তুমিইত দেখালে আমায় (স্বপ্নেও ছিল না এত আশা, ) প্রেমে দেয় কতখানি, কোন হাসি কোন বাণী হৃদয় বাসিতে পারে কত ভালবাসা । তোমারি সে ভালবাসা দিয়ে বুঝেছি আজি এ ভালবাসা, আজি এই দৃষ্টি হাসি, এ আদর রাশিরাশি, এই দুরে-চলে’-যাওয়া, এই কাছে-আসা ! বৃক ফেটে কেন আ শ্রী পড়ে তবুও কি বুঝিতে পার না ? তর্কেতে বুঝিবে তা কি ? এই মুছিলাম আঁখি, এ শুধু চোখের জল, এ নহে ভৎসনা ! ২১শে আগ্রহায়ণ, ১৮৮৭ ৷ 2(?し