পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনন্ত বাসর-সুখ যেন নিত্য-হাসি প্রকৃতি বধুর, পুষ্প যেন চিরপ্রাণ, পার্থীর আশ্রান্ত গান, বিশ্ব করেছিল ভান অনন্ত মধুর। সেই গানে, সেই ফুল্ল ফুলে, সেই প্রাতে, প্রথম যৌবনে, ভেবেছিনু এ হৃদয় অনন্ত অমৃতময় প্রেম চিরদিন রয় এ চির জীবনে । তাই সেই আশার উল্লাসে মুখ তুলে চেয়েছিলু মুখে ; সুধাপাত্ৰ লয়ে’ হাতে কিরণ-কিরীট মাগে তরুণ দেবতাসম দাড়ানু সমুখে । পত্র-পুষ্প-গ্রহ-তারা-ভর নীলাম্বরে মগ্ন চরাচর, তুমি তারি মাঝখানে কি মূৰ্ত্তি আঁকিলে প্রাণে কি ললাট, কি নয়ন, কি শান্ত অধর !