পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বপ্নরাজ্য ছিল ও হৃদয়, প্রবেশিয়া দেখিলু সেখানে এই দিবা, এই নিশা এই ক্ষুধা এই তৃষা, প্রাণপার্থী কাদে এই বাসনার টানে । আমি চাই তোমারে যেমন, তুমি চাও তেমনি আমারে, কৃতার্থ হইব আশে গেলেম তোমার পাশে তুমি এসে বসে আছ আমার ভয়ারে । সৌন্দর্য্য-সম্পদ মাঝে বসি’ কে জানিত কঁাদিছে বাসন ! ভিক্ষা, ভিক্ষ সব ঠাই, তবে তার কোথা যাই ভিখারিণী হ’ল যদি কমল-আসনা ! তাই আর পারি না সপিতে সমস্ত এ বাহির অন্তর । এ জগতে তোমা ছাড়া ছিল না তোমার বাড়া, তোমারে ছেড়ে ও আজ আছে চরাচর । ミと8