পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরুষের উক্তি কখনো বা চাদের আলোতে, কখনো বসন্ত সমারণে, সেই ত্রিভুবনজয়ী অপার রহস্যময়ী তানন্দ মূরতিখানি জেগে ওঠে মনে । কাছে যাই তেমনি হাসিয়া নবীন যৌবনময় প্রাণে, কেন হেরি অশ্রজল, হৃদয়ের হলাহল, রূপ কেন রাহু গ্রস্ত মানে অভিমানে । প্রাণ দিয়ে সেই দেবীপূজা চেয়ো না চেয়ে না তবে আর । এস থাকি দুইজনে সুখে দুঃখে গৃহকোণে, দেবতার তরে থাক পুষ্পঅৰ্ঘ্যভার । ২৩শে আগ্রহায়ণ, ১৮৮৭ S. ど (t