এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কে তুমি দিয়েছ স্নেহ মানব-হৃদয়ে, কে তুমি দিয়েছ প্রিয়জন । বিরহের অন্ধকারে কে তুমি কাদা ও তা’রে, তুমি ও কেন গো সাথে কর না ক্ৰন্দন । প্রাণ যাহা চায় তাহা দা ও বা না দাও, তা’ বলে’ কি করুণা পাব না ? তুলভ ধনের তরে শিশু কাদে সকাতরে, তা’ বলে’ কি জননীর লাজে ন! বেদন ? তলবল মানব-চিয় বিদীর্ণ যেথায়, মৰ্ম্মভেদী মন্ত্রণ বিষম, জীবন নির্ভর-হারা ধূলায় লুটায়ে সারা, সেথা ও কেন গো তল কঠিন নিয়ম ? সেথা ও জগৎ তব চিরমেীনী কেন, নাহি দেয় আশ্বাসের সুখ । ছিন্ন করি আস্তরাল অসীম রহস্যজাল কেন না প্রকাশ পায় গুপ্ত মেহমুখ ? ミとと