এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানসী তাই আজ বারবার ধাই তব পানে, ওহে তুমি নিখিল-নির্ভর । অনন্ত এ দেশকাল আচছন্ন করিয়া আছ তুমি আপনার পর । ক্ষণেক দাড়ায়ে পথে দেখিতেছি চেয়ে তোমার এ ব্রহ্মা গু বৃহৎ, কোথায় এসেছি তামি, কোথায় যেতেছি, কোন পথে চলেছে জগৎ । প্রকৃতির শান্তি তাজি করিতেছি পান চিরত্ৰোত সালুনার ধারা । নিশীথআকাশমাঝে নয়ন তুলিয়া দেখিতেছি কোটি গ্ৰহতার,— সুগভীর তামসার ছিদ্রপথে যেন জ্যোতিৰ্ম্ময় তোমার আভাস, ওহে মহা তান্ধকার, ওহে মহা-জ্যোতি, তাপ্রকাশ, চির-স্বপ্রকাশ ! যখন জীবন-ভার ছিল লঘু অতি, যখন ছিল না কোনো পাপ, তখন তোমার পানে দেখি নাই চেয়ে জানি নাই তোমার প্রতাপ, <“ о