পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন মধ্যাহ্ন তোমার অগাধ শান্তি, রহস্য অপার, সৌন্দৰ্ঘ্য অসীম অতুলন। স্তব্ধভাবে মুগ্ধনেত্ৰে নিবিড় বিস্ময়ে দেখি নাই তোমার ভুবন । কোমল সায়ান্স-লেখা বিষগ্ন উদার প্রান্তরের প্রান্ত তাম্রবনে ; বৈশাখের নীলধারা বিমলবাহিনী ক্ষীণ গঙ্গ সৈকত-শয়নে ; শিরোপরি সপ্ত ঋষি, যুগযুগান্তের ইতিহাসে নিবিষ্ট নয়ান ; নিদ্রাচীন পূর্ণচন্দ্র নিস্তব্ধ নিশীথে নিদ্রার সমুদ্রে ভাসমান ; নিত্য-নিশ্বসিত বায়ু : উন্মেষিত উষা ; কনকে শ্যামলে সম্মিলন ; দূর-দূরান্তরশায়ী মধ্যাঙ্গ উদাস ; বনচ্ছায়া নিবিড় গহন ; যতদূর নেত্র যায় শস্যশীষরাশি ধরার অঞ্চলতল ভরি,”— জগতের মৰ্ম্ম হ’তে মোর মৰ্ম্মস্থলে তানিতেছে জীবন-লহরী । こ° >