পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসিক অভিসার মনে হয় সে-ও মেন রয়েছে বসিয়া চাহি’ বাতায়ন হ’তে নয়ন উদাস, কপোলে, কানের কাছে, নায় নিঃশ্বসিয়৷ কে জানে কাতার কথা বিষঃ বাতাস । তাজি’ তা’র তনুখানি, কোমল সদয় বাহির হয়েছে সেন দীৰ্ঘ তাভিসারে, সম্মুখে অপর ধরা কঠিন নিদয় ; একাকিনী দাড়ায়েছে তাহারি মাঝারে । হয়ত বা এখনি সে এসেছে হেথায় মৃঢ়পদে পশিতেছে এই বাতায়নে, মানস-মুরতিখানি অকুল অামার বাধিতেছে দেহহীন স্বপু-আলিঙ্গনে । তারি ভালবাস, তারি বান্ত স্তকে মিল, উৎকণ্ঠ চকোর সম বিরহ-তিয়ান, বহিয়া আনিছে এই পুষ্প-পরিমল, কাদায়ে তুলিছে এই বসন্ত-বাতাস । ২১শে বৈশাখ, ১৮৮৮ ৷