পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বধ يعتبة “বেলা যে পড়ে এল, জলকে চল ”— পুরানো সেই স্তরে কে যেন ডাকে দুরে, কোথা সে ছায়া সখি, কোথা সে জল । কোথা সে বাধা ঘাট, অশথ-তল ! ছিলাম আনমনে একেলা গুহকোণে, কে যেন ডাকিলরে “জলকে চল ।” কলসী লয়ে’ কাখে পথ সে বাক, বামেতে মাঠ শুধু সদাই করে ধুধু, ডাহিনে বাশবন হেলায়ে শাখা । দীঘির কালো জলে সাঝের আলো ঝলে, দুধারে ঘন বন ছায়ায় ঢাকা । গভার গির নীরে ভাসিয়া ঘাই ধীরে, পিক কুহরে তীরে অমিয়-মাখা । পথে তাসিতে ফিরে, আঁধার তরুশিরে সহসা দেখি চাদ আকাশে আঁকা ! ミbro