পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যন্ত প্রেম কেন তবে কেড়ে নিলে লজি-তালরণ ? হৃদয়ের দ্বার তেনে বহিরে তানিলে টেনে, শেষে কি পথের মাঝে করিবে বর্জন ? তপিন তান্তরে আমি ছিলাম তাপনি, সংসারের শত কাজে ছলাম সবার মাঝে সকলে যেমন ছিল তামি ও তেমনি । حصري তুলিতে পূজার ফল যেতেম যখন সেই পথ ছায়া-কর, সেহ বেড়; লতাভর সেই সরসার তীরে করবার বন ; সেই কুহরিত পিক শিরাষের ডালে, প্রভাতে সখীর মেলা, কত হাসি কত খেলা, কে জানিত কি ছিল এ প্রাণের আড়ালে । বসন্তে উঠিত ফুটে বনে বেলফুল, কেহ বা পরিত মালা, কেহ বা ভরিত ডালা, করিত দক্ষিণ বায়ু অঞ্চল আকুল । २b*(t