পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরষায় ঘনঘটা, বিজুলি খেলায় ; প্রান্তরের প্রান্ত দিশে মেঘে বনে যেত মিশে, জুই গুলি বিকশিত বিকাল বেলায় । বন তাসে বন যায়, গৃহকাজ করি ; সুখদুঃখ ভাগ হয়ে’ প্রতিদিন যায় বয়ে', গোপন স্বপন লয়ে’ কাটে বিভাবরা । লুকানো প্রাণের প্রেম পবিত্র সে কত, অধিীর হৃদয়তলে মাণিকের মত জ্বলে তালে;তে দেখায় কালে! কলঙ্কের মত ! ভাঙিয়! দেখিলে ছিছি নারীর সদয় । তা’র লুকাবার ঠাই কড়িলে নিদয় । তাজি ও ত সেই আসে বসন্ত শরৎ । বাক; সেই চপাশাখে সোনা ফুল ফুটে থাকে, সেই তারা তোলে এসে, সেই ছায়াপথ । সবাই যেমন ছিল, আছে অবিকল ; সেই তা’র র্কাদে হাসে, কাজ করে, ভালবাসে, করে পূজা, জালে দাপ, তুলে আনে জল । ミb^と