পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যক্ত প্রেম কেত উকি মারে নাই তাহাদের প্রাণে, ভাঙিয়া দেখেলি কেহ হৃদয় গোপনগেহ, তাপন মরম তা’রা তাপলি না জানে । আমি আজ ছিন্ন ফুল রাজপথে পড়ি, পল্লবের হুচিকণ ছায়ামিথ আবরণ তেয়গি’ ধূলায় হায় যাই গড়াগড়ি । নিতান্ত বাথার বার্থী ভালবাস দিয়ে সযতনে চিরকাল রচি দিবে অন্তরাল, নগ্ন করেছিলু প্রাণ সেই অশি নিয়ে । মুখ ফিরাতেছ, সখ, আজ কি বলিয়া Co. ভুল ভেঙে গেছে তাই যেতেছ চলিয়া ? তুমি ত ফিরিয়া যাবে আজ বই কাল, আমার যে ফিরিবার পথ রাখ নাই আর, ধলিসাৎ করেছ যে প্রাণের আড়াল । এ কি নিদারুণ ভুল ! নিখিল নিলয়ে শত শত প্রাণ ফেলে ভুল করে কেন এলে অভাগিনী রমণীর গোপন হৃদয়ে ? こレrch