পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুপ্ত প্রেম তবে পরাণে ভালবাস। কেন গে দিলে রূপ না দিলে যদি বিধি হে ! পূজার তরে তিয় উঠে যে বাকুলিয়া, পুজিব তারে গিয়া কি দিয়ে ? মনে গোপনে থাকে প্রেম, যায় না দেখ, কুসুম দেয় তাই দেবতায় । দাড়ায়ে থাকি দ্বারে, চাহিয়৷ দেখি তারে, কি বলে’ আপনারে দিব তা’য় ? ভালো বাসিলে ভালো যারে দেখিতে হয় সে যেন পারে ভালবাসিতে । মধুর হাসি তা’র দিক সে উপহার মাধুরা ফুটে যার হাসিতে । যার নবনী-সুকুমার কপোলতল কি শোভা পায় প্রেম-লাজে গো ! যাহার ঢলঢল নয়ন-শতদল তা’রেই আঁখিজল সাজে গো ! ミbrふ 1 ()