পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাই লুকায়ে থাকি সদা পাছে সে দেখে, ভালবাসিতে মরি সরমে । রুধিয়া মনোদার প্রেমের কারাগার রচেচি আপনার মরমে । হা এ তনু-আবরণ শ্রীহীন স্নান ঝরিয়া পড়ে যদি শুকায়ে, হৃদয়মাঝে মম দেবতা মনোরম মাধুরা নিরুপম লুকায়ে । গোপনে ভালবাসি পরাণ ভরি’ পরাণ ভরি’ উঠে শোভাতে । যেমন কালে মেঘে অরুণ-তালে লেগে মাধুরী উঠে জেগে প্রভাতে । 5 আমি সে শোভা কাহারে ত দেখাতে নারি, এ পোড়া দেহ সবে দেখে যায় । প্রেম যে চুপে চুপে ফুটিতে চাহে রূপে মনের অন্ধকূপে থেকে যায় ! ૨જે ૦