এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কপোলে তা'র কিরণ পড়ে’ তুলেছে রাঙা করি । মুখের ছায়া পড়িয়া জলে নিজেরে যেন খুজিছে ছলে, জলের পরে ছড়ায়ে পড়ে তাঁচল খসি পডি’ ! জলের পরে এলায়ে দিয়ে আপন রূপখানি, সরমহীন তার মহুখে হাসিটি ভাসে মধুর মুখে, বনের ছায়া ধরার চোখে দিয়েছে পাত টানি’ । সলিল তলে সোপানপরে উদাস লেশবাস । আধেক কায় তাধেক ছায়া জলের পরে রচিছে মায়া, দেহেরে যেন দেহের ছায়" করিছে পরিহাস ।
- ५ રાજે ૭