পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাজিয়া তনু যতন করে’ পরিবে নব বাস । কাচল পরি’ আঁচল টানি’, তাঁটিয়া লয়ে” ক কণখানি নিপুণ করে রচিয়া বেণী বাধিবে কেশপাশ । حیاتحاً উরসে পরি’ যুঁথির হার, বসনে ম{থ ঢাকি’ বনের পথে নদীর তীরে অন্ধকারে বেড়াবে ধারে, গন্ধটুকু সন্ধাবায়ে রেখার মত রাখি । বাজিবে ত{”র চরণ ধ্বনি বুকের শিরে শিরে । কখন, কাছে না আসিতে সে পরশ যেন লাগিবে এসে, যেমন করে’ দখিন বায়ু জাগায় ধরণারে । ՀՏեr