এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল দূর হ’তে আসিতেছে—শুন কান পেতে— কত গান, সেই মহা-রঙ্গভূমি হ’তে । কত যৌবনের হাসি, কত উৎসবের বাশি, তরঙ্গের কলধবনি প্রমোদের স্রোতে । কত মিলনের গীত, বিরহের শ্বাস, তুলেছে মৰ্ম্মর তান বসন্ত-বাতাস, সংসারের কোলাহল ভেদ করি’ অবিরল লক্ষ নব কবি ঢালে প্রাণের উচ্ছস । ওই দূর খেলাঘরে খেলাইছ কারা ? উঠেছে মাথার পরে আমাদেরি তারা । আমাদেরি ফুলগুলি সেথাও নাচিছে তুলি”, আমাদেরি পার্থী গুলি গেয়ে হ’ল সারা । ওই দূর খেলাঘরে করে আনাগোনা হাসে কাদে কত কে যে নাহি যায় গণ । আমাদের পানে, হায়, ভুলেও ত নাহি চায়, মোদের ওরা ত কেউ নাম ধরিবে না । ওই সব মধুমুখ অমৃত-সদন, না জানিরে আর কা’রা করিবে চুম্বন । সরমময়ীর পাশে বিজড়িত আধ-ভাষে আমরা ত শুনাব না প্রাণের বেদন । ミo