পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশের উন্নতি ক্ষুদ্র কাজ ক্ষুদ্র নয় এ কথা মনে জাগিয়ে রয়, বৃহৎ বলে না মনে হয় বৃহস্থ কল্পনারে । পরের কাছে হইব বড় এ কথা গিয়ে ভুলে’ বৃহৎ যেন হইতে পারি নিজের প্রাণমূলে । অনেক দূরে লক্ষ্য রাখি’ চুপ করে না বসিয়া থাকি স্বপ্নাতুর দুইটি আঁখি শূন্যপানে তুলে’ ! ঘরের কাজ রয়েছে পড়ি', তাহাই যেন সমাধা করি, “কি করি’ বলে’ ভেবে না মরি ংশয়েতে তুলে’ । করিব কাজ নীরবে থেকে, মরণ যবে লইবে ডেকে জীবনরাশি যাইব রেখে ভবের উপকূলে। সবাই বড় হইলে তবে স্বদেশ বড় হবে ; ○>>