পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবিষ্যতের রঙ্গভূমি তামাদের খেলাঘরে কা’রা খেলাইছ ? সাঙ্গ না হইতে খেলা চলে এলু সন্ধ্যাবেলা, ধলির সে ঘর ভেঙে কোথা ফেলাইছ। تي হোথা, যেথা বসিতাম মোরা দুই জন, হাসিয়া কঁাদিয়া হ’ত মধুর মিলন, মাটিতে কাটিয়া রেখা কত লিখিতাম লেখা, কে তোরা মুছিলি সেই সাধের লিখন । সুধাময়ী মেয়েটি সে হোথায় লুটিত, চমে খেলে হাসিটুকু ফুটিয়া উঠিত। তাইরে মাধবীলতা মাথা তুলেছিল কোথা ; ভেবেছিনু চিরদিন রবে মুকুলিত। কোথায়রে—কে তাহারে করিলি দলিত ? ওই যে শুকানো ফুল ছুড়ে ফেলে দিলে, উহার মরম কথা বুঝিতে নারিলে। ও যেদিন ফুটেছিল, নব রবি উঠেছিল, কানন মাতিয়াছিল বসন্ত-অনিলে । ওই যে শুকায় চাপা পড়ে একাকিনী, তোমরা ত জানিবে না উহার কাহিনী । কবে কোন সন্ধ্যেবেলা ওরে তুলেছিল বালা, ওরি মাঝে বাজে কোন পূরবী রাগিণী । যারে দিয়েছিল ওই ফুল উপহার, কোথায় সে গেছে চলে? সে ত নেই আর । SRN