পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী কেহ মাথা ফেলে ধৰ্ম্মের তরে, পরহিতে কারো মাথা খসে পড়ে রণভূমে কেহ মাথা রেখে মরে কেতাবে রয়েছে লেখা : আমি কেদারায় মাথাটি রাখিয়া এই কথা গুলি চাখিয়া চাখিয়া সুখে পাঠ করি থাকিয়া থাকিয়৷ পড়ে কত হয় শেখ । পড়িয়াছি বসে’ জালালার কাছে জ্ঞান খুজে কা’র ধরা ভ্ৰমিয়াছে, কবে মরে তা’র মুখস্ত আছে কোন মাসে কি তারিখে । কৰ্ত্তব্যের কঠিন শাসন সাধ করে কা’রা করে উপাসন, গ্রহণ করেছে কণ্টকাসন, খাতায় রেখেছি লিখে । বড় কথা শুনি, বড় কথা কই, জড় করে নিয়ে পড়ি বড় বই, এমনি করিয়া ক্রমে বড় হই কে পারে রাখিতে চেপে । ○>レー