এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কেদারায় বসে’ সারাদিন ধরে’ বই পড়ে পড়ে মুখস্থ করে কন্তু মাথা ধরে কভু মাথা ঘোরে বুঝি বা যাইব ক্ষেপে । ইংরেজ চেয়ে কিসে মোর কম । আমরা যে ছোট সেটা ভারি ভ্রম ; আকার-প্রকার রকম-সকম এতেই যা৷” কিছু ভেদ | যাহা লেখে তা’র। তাই ফেলি শিখে, তাহাই আবার বাংলায় লিখে’ করি কত মত গুরুমার টিকে, লেখনীর ঘুচে খেদ । মোক্ষমূলর বলেছে “আৰ্য্য,” সেই শুনে সব ছেড়েছি কামা, মোরা বড় বলে’ করেছি ধামা, তারামে পড়েছি শুয়ে । মনু না কি ছিল আধ্যাত্মিক, আমরাও তাই,—করিয়াছি ঠিক, এ যে নাহি বলে ধিক তারে ধিক, শাপ দি পৈতে ছুয়ে ! శ్రీన్స