এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানসী কে বলিতে চায় মোরা নহি বীর, প্রমাণ যে তা’র রয়েছে গভীর, পূর্ববপুরুষ ছুড়িতেন তীর সাক্ষী বেদব্যাস । আর কিছু তবে নাহি প্রয়োজন, সভাতলে মিলে’ বারো তেরোজন শুধু তরজন আর গরজন এই কর অভ্যাস ! আলো চাল আর কাচকলা-ভাতে মেখেচুখে নিয়ে কদলীর পাতে ব্রহ্মচৰ্মা পেত। হাতে হাতে ঋষিগণ তপ করে,” আমরা যদি ও পাতিয়াছি মেজ, হোটেলে ঢুকেছি পালিয়ে কালেজ, তবু আছে সেই ব্রাহ্মণতেজ মনু তৰ্জমা পড়ে’ । সংহিতা আর মুগি জবাই এই দুটো কাজে লেগেছি সবাই, বিশেষত এই আমরা ক’ ভাই নিমাই নেপাল ভুতো । ○ミo