পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থরদাসের প্রার্থনা ঢাক’ ঢাক” মুখ টানিয়া বসন, আমি কবি শুরদাস । দেবি, আসিয়াছি ভিক্ষা মাগিতে পুরতে হইবে তাশ ! আতি অসহন বহিল-দহন মৰ্ম্ম-মাঝ রে করি যে বহন, কলঙ্ক-র ৱিত প্রতি পলে পলে জীবন করিছে গ্ৰাস । পবিত্ৰ তুমি, নিৰ্ম্মল তুমি, তুমি দেব", তুমি সতী, কুৎসিত দান অধম পামর পঙ্কিল আমি আতি । তুমিই লক্ষী, তুমিই শক্তি, হৃদয়ে আমার পাঠা ও ভক্তি, পাপের তিমির পুড়ে যায় জুলে’ কে থা সে পুণ্য-জ্যোতি । ՀՖՀ 8