পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থরদাসের প্রার্থনা দেবের করুণা মানবী আকারে, তানন্দধারা বিশ্ব-মাঝারে, পতিতপাবনা গঙ্গা যেমন এলেন পাপীর কাজে, তোমার চরিত রবে নিৰ্ম্মল, তোমার ধৰ্ম্ম রবে উজ্জ্বল, আমার এ পাপ করি’ দা ও লীন তোমার পুণ্যমাঝে । তোমারে কহিব লজ্জা-কাহিনী লজ্জা নাহিক তায় । তোমার আভায় মলিন লজ্জা পলকে মিলায়ে যায় । যেমন রয়েছ তেমনি দাড়াও, আঁখি নত করি আম-পানে চাও, খুলে দাও মুখ আনন্দময়ি, আবরণে নাহি কাজ । নিরখি তোমারে ভীষণ-মধুর, আছ কাছে তবু আছ অতি দূর, উজ্জ্বল যেন দেব-রোষানল, উদ্যত যেন বাজ । ○ミ○