পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থরদাসের প্রার্থনা আলোহান সেই বিশাল হৃদয়ে আমার বিজন বাস, প্রলয় তাসন জুড়িয়া বসিয়া র’ব আমি বারো মাস । পাম একটুকু ! বুঝিতে পারিনে, ভাল করে ভেবে দেখি ! বিশ্ব-বিলোপ বিমল তাধার চিরকাল রবে সে কি ? ক্রমে ধীরে ধীরে নিবিড় তিমিরে ফুটিয়া উঠিবে না কি পবিত্র মুখ, মধুর মূৰ্ত্তি, স্নিগ্ধ আনত তাঁখি ? এখন যেমন রয়েছ দাড়ায়ে দেবার প্রতিমা সম, স্থির গম্ভীর করুণ নয়নে চাহিছ হৃদয়ে মম, বাতায়ন হ’তে সন্ধ্যা-কিরণ পড়েছে ললাটে এসে, মেঘের আলোক লভিছে বিরাম নিবিড় তিমির কেশে, JNల్సి