এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নিন্দুকের প্রতি নিবেদন রাঙা ফুল হয়ে উঠিছে ফুটিয়া হৃদয়-শোণিতপাত, শ্রী ঝলিছে শিশিরের মত পোহায়ে দুঃখ-রাত । উঠিতেছে কত কণ্টকলত ফুলে পল্লবে ঢাকে, গভার গোপন বেদন মাঝারে শিকড় আঁকড়ি থাকে । জীবনে যে সাধ হয়েছে বিফল সে সাধ ফুটিছে গানে, মরীচিকা রচি মিছে সে তৃপ্তি, তৃষ্ণা কাদিছে প্রাণে । এনেছি তুলিয়া পথের প্রান্তে মৰ্ম্ম-কুহুম মম, আসিছে পান্থ, যেতেছে লইয় স্মরণচিহ্নসম | কোনো ফুল যাবে দু' দিনে ঝরিয়া কোনো ফুল বেঁচে রবে, কোনো ছোট ফুল আজিকার কথা কালিকার কানে ক’লে । তুমি কেন, ভাই, বিমুখ এমন, নয়নে কঠোর হাসি ! ○○(?