পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবির প্রতি নিবেদন হেথা কেন দাড়ায়েছ, কবি, যেন কাষ্ঠপুত্তলছবি ? চারিদিকে লোকজন চলিতেছে সারাক্ষণ, আকাশে উঠিছে খররবি । কোথা তব বিজন ভবন, কোথা তব মানসভুবন ? তোমারে ঘেরিয়া ফেলি’ কোথা সেই করে কেলি কল্পনা, মুক্ত-পবন ? নিখিলের আনন্দ-ধাম কোথা সেই গভীর বিরাম ? জগতের গীতধার কেমনে শুনিবে আর, শুনিতেছ আপনারি নাম ! আকাশের পাখী তুমি ছিলে, ধরণীতে কেন ধরা দিলে ? বলে সবে বাহ বাহা, সকলে পড়ায় যাহা তুমি তাই পড়িতে শিখিলে ! S)8 o