পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবির প্রতি নিবেদন প্রভাতের আলোকের সনে অনাবৃত প্রভাত-গগনে বহিয়া নূতন প্রাণ ঝরিয়া পড়ে না গান উদ্ধ-নয়ন এ ভুবনে । পথ হ’তে শত কলরবে গাও, গাও, বলিতেছে সবে । ভাবিতে সময় নাই গান চাই, গান চাই, থামিতে চাহিছে প্রাণ যবে । শ্রান্তি লুকাতে চাও ত্রাসে, কণ্ঠ শুষ্ক হয়ে আসে । শুনে যারা যায় চলে’ দু’চারিটা কথা বলে’ তা’রা কি তোমায় ভালবাসে ? WS)8S