এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বনের ছায় কোথারে তরুর ছায়া, বনের শ্যামল স্নেহ ? তট-তরু কোলে কোলে সারাদিন কলরোলে স্রোতস্বিনী যায় চলে’ স্থদূরে সাধের গেহ ; কোথরে তরুর ছায়া কোথারে সুনীল দিশে বনের শু্যামল স্নেহ । বনান্ত রয়েছে মিশে, অনন্তের অনিমিষে নয়ন নিমেষ-হারা । দূর হতে বায়ু এসে চলে’ যায় দুর-দেশে, গীত গান যায় ভেসে কোন দেশে যায় তা’র । হাসি, বাশি, পরিহাস, বিমল সুখের শ্বাস, মেলা-মেশা বারো মাস নদীর শ্যামল তীরে : কেহ খেলে, কেহ দোলে, বেলা শুধু যায় চলে’ ঘুমায় ছায়ার কোলে, কুলুকুলু নদীনারে । বকুল কুড়োয় কেহ, কেহ গাথে মালাখানি ; বসে’ বসে’ গান গায়, করিতেছে কে কোথায় চুপি চুপি কানাকানি । খুলে গেছে চুলগুলি, আঙুলে ধরেছে তুলি” বাধিতে গিয়েছে ভুলি’, আঁখি পাছে ঢেকে যায়, কাকন খসিয়া গেছে খুজিছে গাছের ছায় । ミ8