পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুরু গোবিন্দ কতু অমানিশা নীরব নিবিড়, কতু বা প্রখর দিন । কতু বা আকাশে চারিদিকময় বজ লুকায়ে মেঘ জড় হয়, কতু বা ঝটিকা মাথার উপরে ভেঙে পড়ে দয়াহান । আয়, আয়, আয়,—ডাকিতেছি সবে, আসিতেছে সবে ছুটে । বেগে খুলে যায় সব গৃহদ্বার, ভেঙে বাহিরায় সব পরিবার, সুখসম্পদ মায়ামমতার বন্ধন যায় টুটে । সিন্ধুমাঝারে মিশিছে যেমন পঞ্চনদীর জল,— আহবান শুনে’ কে কারে থামায়, ভক্ত হৃদয় মিলিছে আমায়, পাঞ্জাব জুড়ি উঠিছে জাগিয়া উন্মাদ কোলাহল । ○8ぬ