এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এখনো বিহার কল্প-জগতে, অরণ্য রাজধানী। এখনো কেবল নীরব ভাবনা, কৰ্ম্মবিহীন বিজন সাধনা, দিবানিশি শুধু বসে’ বসে শোনা আপন মৰ্ম্মবাণী । এক ফিরি তাই যমুনার তীরে, দুর্গম গিরিমাঝে । মানুষ হতেছি পাষাণের কোলে, মিশাতেছি গান নদী-কলরোলে, পড়িতেছি মন আপনার মনে, যোগ্য হ’তেছি কাজে । এমনি কেটেছে দ্বাদশ বরষ, আরো কতদিন হবে, চারিদিক হ’তে অমর জীবন বিন্দু বিন্দু করি আহরণ আপনার মাঝে আপনারে আমি পূর্ণ দেখিব কবে । w)(t ) গোবিন্দ