এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবে প্রাণ খুলে বলিতে পারিব “পেয়েছি আমার শেষ । তোমরা সকলে এস মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে, আমার জীবনে লভিয়া জীবন জাগরে সকল দেশ । “নাহি আর ভয়, নাহি সংশয়, নাহি আর আগুপিছু ! পেয়েছি সত্য, লভিয়াছি পথ, সরিয়া দাড়ায় সকল জগৎ, নাই তা’র কাছে জীবনমরণ, নাই, নাই আর কিছু !” হৃদয়ের মাঝে পেতেছি শুনিতে দৈববাণীর মত— “উঠিয়া দাড়া ও আপন আলোতে । ওই চেয়ে দেখ কতদূর হতে তোমার কাছেতে ধরা দিবে বলে’ আসে লোক কত শত । N9© ←