পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুরু গোবিন্দ “ওই শোন, শোন, কল্লোল-ধ্বনি, ছুটে হৃদয়ের ধারা । স্থির থাক তুমি, থাক তুমি জাগি’ প্রদীপের মত আলস তেয়াগি, এ নিশীথমাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তা’রা !

  • ওই চেয়ে দেখ দিগন্তপানে

ঘন ঘোরঘটা অতি । আসিতেছে ঝড় মরণেরে লয়ে,”— তাই বসে’ বসে’ হৃদয়-আলয়ে জ্বালাতেছি আলো, নিবিবে না ঝড়ে দিবে অনন্ত জ্যোতি । “যাও তবে সাহু, যাও রামদাস, ফিরে যাও সখাগণ । এস দেখি সবে যাবার সময় বল দেখি সবে গুরুজীর জয়, দুই হাত তুলি বল জয় জয় অলখ নিরঞ্জন !” ○○○