পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিষ্ফল উপহার নিক্ষে আবস্তিয়া ছুটে যমুনার জল । দুইতীরে গিরিতট উচ্চ শিলাতল । সঙ্কীর্ণ গুহার পথে মুচ্ছি’ জলধার উন্মত্ত প্রলাপে গৰ্ভিক্ত” উঠে অনিবার । এলায়ে জটিলবক্র নিঝরের বেণী নীলাভ দিগন্তে ধায় নীল গিরিশ্ৰেণী । স্থির তাহা, নিশিদিন তবু যেন চলে, চলা যেন বাধা আছে অচলশিকলে । মাঝে মাঝে শাল তাল রয়েছে দাড়ায়ে, মেঘেরে ডাকিছে গিরি ইঙ্গিত বাড়ায়ে । তৃণহীন সুকঠিন শতদীর্ণ ধরা রৌদ্র-বর্ণ বন-ফুলে কঁাটাগাছ ভরা। দিবসের তাপ ভূমি দিতেছে ফিরায়ে, দাড়ায়ে রয়েছে গিরি আপনার ছায়ে পথশূন্ত, জনশূন্ত, সাড়াশব্দ-হীন । ডুবে রবি, যেমন সে ডুবে প্রতিদিন । WS)(? &